নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে রাস্তায় চলাচলরত যাত্রাবাহী পরিবহন বাস থামিয়ে চাঁদা আদায়কালে দুই পরিবহন চাঁদাবাজকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব-১১ দল। ১০ আগস্ট সোমবার সকালে সোনারগাঁ থানাধীন কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মো. জিয়াউর রহমান ওরফে জিয়া (২৫) ও মো. বাপ্পি মিয়া (৪০)। এ সময় দুই গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে চাঁদাবাজির সর্বমোট নগদ ৭ হাজার ৩শত টাকা উদ্ধার করা হয়।
১০ আগস্ট সোমবার দুপুরে নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক সংবাদ বিবৃতে জানান, জিয়া ও বাবুলের নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় চলাচলরত যাত্রাবাহী পরিবহন বাস থামিয়ে গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ৫০ থেকে ১শত টাকা করে চাঁদা আদায় করে আসছে বলে যায়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীরা নারায়ণগঞ্জের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় চলাচলরত যাত্রীবাহী বাস থামিয়ে চাঁদা আদায়কালে উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য মো. জিয়াউর রহমান ওরফে জিয়া (২৫) ও মো. বাপ্পি মিয়া (৪০) কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৭ হাজার ৩শত টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে পলাতক আসামীদের পরষ্পর যোগসাজশে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় চলাচলরত যাত্রাবাহী বাস থামিয়ে বাসের চালক ও হেলপারকে গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল। তাদের অত্যাচারে পরিবহন চালকরা অতিষ্ঠ। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।