নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় ৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৭ আগস্ট শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে করোনা রোগী শনাক্ত সংখ্যা কমে ১২ জন। জেলায় নতুন করে ২৪ ঘন্টায় আর কোন মৃত্যুর তথ্য পাওয়া যায়নি । এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন মোট ১২৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯৮৫ জন। জেলায় আক্রান্তের অধিকাংশ সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৬৪৫ জন। ৭ আগস্ট শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্রে আরো জানায়, জেলায় এই পর্যন্ত মোট ৩২ হাজার ৯৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৭২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে বন্দর উপজেলায় ১ জন, নারায়ণগঞ্জ সিটি (এনসিসি) এলাকায় ৮ জন এবং নারায়ণগঞ্জ সদর উপজেলায় আরও ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে । তবে ২৪ ঘন্টায় নতুন করে আড়াইহাজার উপজেলা, রুপগঞ্জ উপজেলায় ও সোনারগাঁ উপজেলায় কোন নমুনা সংগ্রহ করা হয়নি।
এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৬৭, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৩, সোনারগাঁও উপজেলায় ২০ জন। পুরো জেলায় ১২৭ জন।