নারায়ণগঞ্জের ঈদগাহ সংলগ্ন পুকুর থেকে সিএনজি সহ যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে কেন্দ্রিয় ঈদগাহ সংলগ্ন পুকুর থেকে সিএনজি চালিত অটো রিক্সা সহ আব্দুল্লাহ (২২) নামে এক যাত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। ৫ আগস্ট বুধবার বেলা আড়াইটায় ফতুল্লা থানাধীণ মাসদাইর এলাকার শের এ বাংলা সড়ক ঘেষা পুকুর থেকে ওই যুবকের লাশ উদ্ধার হয়। উদ্ধারকৃত সিএনজি বিআরটিএ রেজিষ্ট্রেশন নাম্বার হলো: ঢাকা মেট্রো-থ-১৬-৩৪৪২।

এর আগে মধ্যরাতে কোন এক সময় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত অটো রিক্সাটি পুকুরে পড়েছে বলে ধারণা করছে স্থানীয়রা। তবে এ ঘটনার পর থেকে সিএনজি চালক পলাতক রয়েছে।

এ বিষয়ে নিহতের পিতা আবু হানিফ জানিয়েছেন, গতকাল সকাল ১১টায় বাড়ি থেকে অভিমান করে বের হয়েছিল আব্দুল্লাহ। সারাদিন বাড়ি ফিরেনি। রাতে সিএনজি চালক ফোন দিয়ে জানিয়েছিল তার ছেলে ভাড়া দিতে পারছেনা। তখন চালককে তিনি তার বাসা মাসদাইর জামালের গেরেজ এলাকার ঠিকানা দেয়, এবং ছেলেকে বাসায় পৌ‌ছে দিয়ে ভাড়া নি‌য়ে যেতে বলেন। কিন্তু এরপর থেকে চালকের ফোন বন্ধ থাকায় একমাত্র ছেলে সন্তানের আর কোন খোঁজ পায়নি। পরে লোকমারফত জানতে পান ঈদগাহের সামনে আব্দুল্লাহর লাশ পড়ে আছে। তবে কেউ তার ছেলেকে মেরে ফেলতে পারে এমন কোন সন্দেহভাজন নেই বলে জানিয়েছেন আব্দুল্লাহর পিতা আবু হানিফ।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এসআই মিনারুল কাজি জানান, আমরা ঘটনাস্থল থেকে সিএনজি ও লাশ উদ্ধার করেছি। তবে এটা খুন নাকি দূর্ঘটনা এখনো বলতে পারছিনা। তবে লাশ সুরতহালের জন্য পাঠানো হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলতে পারবো।

add-content

আরও খবর

পঠিত