আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪রূপগঞ্জ উপজেলার তারাব সভার সুলতানবাগ এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য মো. সবুজ শেখকে (২৬) কে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) ।  গত ২৭ জুলাই সোমবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয় বলে এটিইউর এক সংবাদ বিবৃতে জানানো হয়েছে। আটক সবুজ ফরিদপুর জেলার শালথা থানার লক্ষণদিয়া গ্রামের মোস্তফা শেখের ছেলে।

অ্যান্টি টেরোরিজম ইউনিটের গণমাধ্যম শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার এটিইউ-এর একটি দল আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য সবুজকে (২৬) গ্রেফতার করে। তার বাড়ি ফরিদপুরের শালথায়। তার কাছ থেকে জঙ্গি কর্মকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সবুজ নিজেকে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। সবুজ শেখ অনলাইনে সত্যের সন্ধানে নামের ফেসবুক আইডি ব্যবহার করে আনসারুল্লাহ বাংলা টিমের কার্যক্রম পরিচালনা করে আসছিল। সে লোন উলফ মুজাহিদ্বীন গ্রুপে জঙ্গিবাদী প্রচার-প্রচারণা, জননিরাপত্তা বিপন্ন করে ত্রাস সৃষ্টি ও জিহাদের প্রস্তুতি গ্রহণ করছিল।

অভিযুক্তের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৮/৯/১০/১৩ ধারায় মামলা করা হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার আসামিকে ১০ দিনে রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ কোটে চালান করে দেওয়া হয়েছে। আদালত আগামী ৫ আগস্ট তার রিমান্ড শুনানী ধার্য করে আসামিকে কারাগারে পাঠিয়েছে।

add-content

আরও খবর

পঠিত