নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ( সৈয়দ রিফাত ) : নারায়ণগঞ্জ শহরের আবারো সুগন্ধা নামক অভিজাত বেকারীতে মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং উৎপাদনের তারিখ টেম্পারিং করে পণ্য রাখা এবং বিক্রি করার অভিযোগে ওই প্রতিষ্ঠানের ২টি আউটলেটকে এক লক্ষ টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
২৮ জুলাই মঙ্গলবার দুপুরে শহরের উত্তর চাষাড়া মোড়ে অবস্থিত সুগন্ধা নামক ওই বেকারীতে অভিযান পরিচালনা করা হয়েছে। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক এর নেতৃত্বে এতে অংশ নেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, এনএসআই সংস্থা ও নিরাপদ খাদ্য সংস্থ্যার কর্মকর্তা সহ পুলিশ সদস্যরা।
এসময় বেকারীতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং উৎপাদনের তারিখ টেম্পারিং করে পণ্য রাখা এবং বিক্রি করার অভিযোগে উক্ত প্রতিষ্ঠানের ২টি আউটলেটকে জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত ২ হাজার ৭৪ প্যাকেট সেমাই ধ্বংস করা করা হয়। এ বিষয়ে মেহেদী হাসান ফারুক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে ১৪ জুলাই মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় সুগন্ধা নামক বেকারীতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং মেয়াদ উত্তীর্ণ পণ্যে মোড়কজাতকরণ, ক্ষতিকারক ক্যামিকেল মিশ্রণ সহ খাদ্যে ভেজাল করায় ৪ লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণের জেলা সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এর নেতৃত্বে এতে অংশ নেন এনএসআই সংস্থা ও নিরাপদ খাদ্য সংস্থার কর্মকর্তা সহ পুলিশ সদস্যরা।
তাছাড়া এসময় মেয়াদ উত্তীর্ণ ১৫ শত কেজি সেমাই, মেয়াদ উত্তীর্ণ বিদেশী আমদানীকৃত পণ্য ও খাদ্যে ভেজালকরণে ক্ষতিকারক ক্যামিকেল জব্দ করা হয়। ধ্বংস করা হয় বেশ কয়েকটি ক্ষতিকারক ক্যামিকেল জাতীয় দ্রব্যাদি। এছাড়াও প্রতিষ্ঠানটির মালিক অন্যায় স্বিকার করে লিখিত দিলে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৪ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এধরণের কাজ করা হলে প্রতিষ্ঠানকে সিলগালা করা হবে বলেও সতর্ক করে দেয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।