যুগান্তর প্রতিষ্ঠাতার রুহের মাগফিরাত কামনায় ফতুল্লায় দোয়া ও খাবার বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের ফতুল্লায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুলাই শুক্রবার বাদ আসর ফতুল্লার সস্তাপুর খাজা হযরত আলী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি আলামিন প্রধানের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দোয়া পড়িয়েছেন মাওলানা ফেরদাউসুর রহমান ও ফিরোজ মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন, খাজা হযরতর আলী শাহ্রে মাজারের খাদেম আসলাম মিয়া, মাওলানা উজিউল্লাহ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা নূর আলম আকন্দ, ব্যবসায়ী মোস্তফা, আনোয়ার হোসেন, আনু মিয়া ও গণমাধ্যমকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিরা। দোয়া মাহফিল শেষে দুই শতাধীক নারী পুরুষ ও শিশুদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।

add-content

আরও খবর

পঠিত