বন্দরে অবৈধ গ্যাস সংযোগের হিরিক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়নে অবৈধ গ্যাস চোরদের উপদ্রব ক্রমাগত বেড়েই চলছে। কিছুতেই থামানো যাচ্ছে না অবৈধ গ্যাস সংযোগের হিরিক। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে একটি গ্যাস চোর চক্র গভীর রাতে বাড়ির মালিকদের সাথে চুক্তি করে মাটি খুড়ে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে যাচ্ছে। এতে রাজস্ব হারাতে বসেছে সরকার। সরকারীভাবে নিষেধাজ্ঞা সত্বেও অতিরিক্ত টাকা নিয়ে গ্যাস সংযোগ দিচ্ছে স্থানীয় গ্যাস চোর সিন্ডিকেটটি।

এর ধারাবাহিকতায় গত বুধবার দিবাগত রাতে কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা এলাকায় বিশেষ পেশার নামধারী কয়েকজনের নেতৃত্বে মৃত রহমালীর ছেলে রমজানের বাসা বাড়িতে ৩টি অবৈধ গ্যাস সংযোগ দেয়। এ সময় রাতের অধারে মাটি খুড়ে ৩ ইঞ্চি পাইপ টেনে মেইন লাইন থেকে ৩টি বসত-ঘরে একাধিক সংযোগ দেয়া হয়।

এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমানের সাথে আলাপকালে তিনি জানান, অবৈধ গ্যাস চোরদের সাথে কখনো আপোষ নয়। ওরা দেশের শত্রু। গ্যাস চোরদের সাথে সম্পৃক্ত যেই পেশারই ব্যাক্তি হোক কোন ছাড় দেয়া হবে না। তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।

add-content

আরও খবর

পঠিত