নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টার মাল্টিপারপাস শ্রমজীবি সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক মো. ছাত্তার আলী সোহেলের বিরুদ্ধে ওই প্রতিষ্ঠানের এক কর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে এ নিয়ে জেলা পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী মো. আরমান মিয়া। রূপগঞ্জ থানার তারাবো পৌর সভাধীন দক্ষিন মাসাবোতে অবস্থিত উল্লেখিত সমিতির প্রতিষ্ঠানটি।
ভুক্তভোগী মো. আরমান মিয়া লিখিত আবদনে জানান, স্টার মাল্টিপারপাস শ্রমজীবি সমবায় সমিতিতে সে প্রায় (১৮) মাস মাসিক ৬ হাজার টাকা বেতনে ফিল্ড অফিসার পদে চাকুরি করিতাম প্রতিদিন ফিল্ড থেকে ৬/৭ হাজার টাকা করে করিয়া জমা দিতাম। হঠাৎ গত ২৯ জুন উপরুক্ত নামধারী ছাত্তার আলী সোহল আমাকে তার অফিস কক্ষে আটকাইয়া এলোপাতারি মারধর করে এবং বলে তোর বাবা মা ও চাচাকে খবর দে তুই আমার সমিতির ১৯ লক্ষ ৭০ হাজার টাকা আঠারো মাসে খেয়ে ফেলছিস। ওই উক্ত টাকা আমার নিকট দাবী করে না হয় জানে মেরে ফেলার হুমকি দিতে থাকে আমি উপায় না পেয়ে আমার বাবা মা ও চাচাকে খবর দিয়ে নিয়ে কোন রকমে প্রাণে রক্ষা পাই।
তিনি আরো জানান, ছাত্তার আলী সোহেল আমাদের বসত ভিটা দুই কাঠা বাড়ীটির উপর নজর পড়েছে সে আমাকে ও আমার পরিবারের লোকজনদের ভয়ভীতি হুমকি ধামকি অত্যাচারের মধ্য রাখিয়াছে। এমনকি সোহেল আমাকে হুমকি দিয়ে বলে যে আমি তোর পরিবার কে ইয়াবা এবং অস্র দিয়ে জেলে পাঠাবো। প্রশাসন আমার কথায় উঠে বসে আমি যাহা ইচ্ছা তাই করতে পারি। এমতাবস্থায় আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভূগতেছি।