নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২৬ জন। এ সময়ের হিসেবে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে কোন মৃত্যু ও কোন সুস্থতার তথ্য পাওয়া যায়নি। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত ৫ হাজার ৬১৮ জন। এই পর্যন্ত মোট মারা গেছেন ১২১ জন। ১৪ জুলাই মঙ্গলবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্রে আরো জানায়, জেলায় এই পর্যন্ত মোট ২৮ হাজার ৮৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৬১ জন। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৪ হাজার ৯৬৯ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১ হাজার ৭২৯ জন, সদর উপজেলার ১ হাজার ১৭৪ জন, রূপগঞ্জের ৯৮৯ জন ও আড়াইহাজারের ৪৬৯ জন, বন্দরের ১৭৪ ও সোনারগাঁয়ের ৪৩৪ জন।