নারায়ণগঞ্জে মাদকাসক্ত পিতার হাতে ছেলে খুন, মৃত্যুশয্যায় স্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে মাকে বাাঁচাতে গিয়ে মাদকাসক্ত পিতার হাতে ছেলে সোহাগ (১৫) খুন হয়েছে। বুধবার (৮জুলাই) দিবাগত রাতে কাশিপুর ইউনিয়নের ভোলাইল গেদ্দার বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এসময় ঘাতক পিতা হারেজ (৪৫) এর ছুরিকাঘাতে স্ত্রী মনোয়ারাও (৩৫) মারাত্বক জখম হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এছাড়াও নিজের পেটে ছুরি ঢুকিয়ে দেয় মাদকাসক্ত হারেজ।

জানা গেছে, হারেজ পেশায় একজন রিকশা চালক। দীর্ঘদিন যাবত সে মাদকাসক্ত হয়ে পড়েছে। এ নিয়ে পরিবারে প্রায়ই তর্ক বিতর্ক হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ঘটনারদিন বাকবিতন্ডা হলে মাদকাসক্ত হারেজ ছুরি নিয়ে ধস্তাধস্তি করলে সোহাগ ও স্ত্রী রক্তাক্ত জখম হয়। পরে নিজের পেটেই ছুরি ঢুকিয়ে দেয় মাদকাসক্ত হারেজ। ওই ছুড়িকাঘাতে সোহাগের পেটের ভুঁড়ি বের হয়ে যায়। স্থানীয়দের সহযোগীায় তিনজনকেই নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে সোহাগকে দায়িত্বপ্রাপ্ত চিকিৎক মৃত ঘোষনা করেন। তাছাড়া মুমূর্ষু মনোয়ারা ও ঘাতক হারেজকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ তদন্ত কাজ করছে। আমরা সোহাগের লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। অন্যান্যরা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। আর ঘাতক হারেজের সাথে আমাদের পুলিশ প্রহরা রাখা হয়েছে । এ ঘটনায় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

add-content

আরও খবর

পঠিত