নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ নিয়ে মানহীন মশার কয়েল উৎপাদন করায় পাঁচ অবৈধ কারখানার ম্যানেজারের প্রত্যেককে এক বছর করে সাজা প্রদান করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৭ জুলাই) বিকালে বন্দর উপজেলার গোকুলদাসের বাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অবৈধ কারখানাগুলো হলো সাব্বির ক্যামিক্যাল, বিথি এন্টারপ্রাইজ, সেবা কর্পোরেশন, শারমিন ক্যামিক্যাল ও অবৈধ মশার কয়েল সহ পাচঁটি কোম্পানী। এছাড়াও তিতাস গ্যাসের কর্মকর্তা ও কর্মচারীদের ডেকে এনে ওইসব কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ অবৈধ কারখানাগুলোকে সিলগালা করে দেয় র্যাব।
এসময় র্যাবের ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট পলাশ কুমার বসু জানান, অবৈধ মশার কয়েল এসব কারখানাগুলোতে নিম্নমানের ভেজাল ও অস্বাস্থ্যকর কয়েল উৎপাদন করে ব্যাপকভাবে বাজারজাত করা হচ্ছে এমন তথ্য পেয়ে র্যাবের ভ্রাম্যমান আদালত কারখানাগুলোতে অভিযান চালায়।
অভিযানে উপস্থিত ছিলেন, র্যাব-১১ এর সিনিয়র সহকারি পরিচালক জসীম উদ্দিন, সহকারি পরিচালক ও মিডিয়া কর্মকর্তা নাজমুল হাসান, সহকারি পরিচালক মশিউর রহমান ও বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম আহমেদ প্রমুখ।