বন্দরে পাষন্ড পুত্রের অস্ত্রের আঘাতে মা ও মেয়ে জখম, আটক-১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : সম্পত্তী লিখে না দেওয়ার জের ধরে ধারালো অস্ত্রের আঘাতে মা ও মেয়ে গুরুত্ব জখমের ঘটনায় পাষন্ড পুত্র ফজল করিম (৩৫) কে আটক করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ।

৩রা জুলাই শুক্রবার বিকালে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চরইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আহতরা হলো বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চরইসলামপুর এলাকার মৃত নূরুল হক মুন্সি স্ত্রী খোরশেদা বেগম (৫৫) ও তার মেয়ে আমেনা বেগম (৩০)। এলাকাবাসী আহতদের উদ্ধার করে মাকে ঢামেক হাসপাতালে ও বোনকে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

এ ব্যাপারে আহত আমেনা বেগম প্রাথমিক চিকিৎসা গ্রহন করে ঘটনার ওই দিন দুপুরে পাষন্ড ভাই ফজল করিমসহ ৬ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করে। যার মামলা নং-৩(৭)২০। আটককৃত ফজল করিম বন্দর উপজেলার চর ইসলামপুর এলাকার মৃত নুরুল হক মুন্সি ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, বন্দর চরইসলামপুর এলাকার গৃহবধূ আমেনা বেগমের মা খোরশেদ বেগমের নিজ নামীয় সম্পত্তী রেজিষ্ট্রি করে দেওয়ার জন্য প্রায় সময় চাপ সৃষ্টি করে আসছে। এর ধারাবাহিকতায় ৩রা জুলাই শুক্রবার সকালে পাষন্ড বড় ভাই ফজল করিম ও তার স্ত্রী মনি বেগম, ছেলে মাহিন, একই এলাকার নাসির উদ্দিন মিয়ার ছেলে আলাউদ্দিন ও তার ছেলে মনির হোসেন একই এলাকার খোকন মিয়ার ছেলে ইয়াছিন পুনরায় আমার মাকে সম্পত্তী লিখে নেওয়া চেষ্টা করে। এতে আমার মা রাজি না হলে এ ঘটনায় আমার পাষন্ড ভাই মা ও মেয়েকে বেদম ভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পুলিশ আটককৃতকে ওই দিন বিকালে আদালতে প্রেরণ করেছে।

add-content

আরও খবর

পঠিত