নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২১ জন। এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হলেন মোট ৫ হাজার ১৬৯ জন। তবে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। এই পর্যন্ত মারা গেছেন ১১৪ জন। বুধবার (১ জুলাই) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়।
এদিকে গত মাসের মধ্যবর্তীতে ৭দিন সুস্থ হওয়ার রেকর্ড না থাকলে ও গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৬১২ জন। যা জেলায় একদিনে সর্বোচ্চ সুস্থতার রেকর্ড। সুস্থ হওয়ার তালিকাতে জেলার মধ্যে সবচেয়ে এগিয়ে সিটি করপোরেশন, তারপরেই সদর উপজেলার অবস্থান।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৬৩ জনের। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৩ হাজার ৫৭৪ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১ হাজার ২৪৫ জন, সদর উপজেলার ৯৯২ জন, রূপগঞ্জের ৫৪০ জন ও আড়াইহাজারের ৩৬৫ জন, বন্দরের ১১৭ ও সোনারগাঁয়ের ৩১৫ জন।