নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে আরো একটি অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৮ জুন) উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাময়িক বরখাস্তকৃত মেম্বার মো. কবির হোসেন অভিযোগ দিয়েছেন । এর আগে গত ২২ জুন মো. মোরশেদ নামের এক ঠিকাদার ওই কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছিলেন।
অভিযোগে মো. কবির হোসেন উল্লেখ করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলামের অনৈতিক চাহিদার ভিত্তিতে ত্রাণ বিতরণের অজুহাতে তাকে নগদ দুই লক্ষ টাকা চাঁদা হিসেবে প্রদান না করায় বা অন্যকোন অসৎ উদ্দেশ্যে আমার বিরুদ্ধে ওয়ার্ডের নির্বাচিত সদস্য পদ হতে বরখাস্তের প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমার অজান্তে, আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে, স্থানীয় প্রশাসন কর্তৃক কোনরূপ কারণ দর্শানোর নোটিশ ইস্যু ছাড়াই প্রামানবীহীন অভিযোগ আনয়ন করে আমি চরম অপমানিত ও হেয় প্রতিপন্ন হই। বিষয়টি যে সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক তার প্রমাণ- নোটিশ পাওয়ার পূর্বেই তা স্থানীয় বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া, ফেসবুক, পত্রিকায় প্রচার ও প্রকাশিত হওয়া। এর ফলে বর্তমানে আমার স্বাভাবিক জীবনযাপনে চরমভাবে বাঁধাগ্রস্থ হচ্ছি।
অভিযোগে মো. কবির হোসেন আরও উল্লেখ করেন, করোনা মোকাবেলায় পিরোজপুর ইউনিয়ন পরিষদ (চেয়ারম্যান) কর্তৃক আমার অনুকূলে বরাদ্দকৃত ৫৪ (চুয়ান্ন) প্যাকেট ত্রাণ গ্রহণ করি এবং মানবিক সহায়তা হিসেবে আমি এলাকার দরিদ্র, কর্মক্ষম পরিবারের মাঝে অগ্রাধিকার তালিকার ভিত্তিতে প্রাপ্ত ৫৪ (চুয়ান্ন) প্যাকেটই সুষ্ঠুভাবে বিতরণ করি, যার আনুমানিক মূল্য ২৬ হাজার ৯০০ টাকা। আমার বিরুদ্ধে ত্রাণ আত্মসাৎ করার যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। এজন্য যে, আমার তথা আমার এখতিয়ারভূক্ত কোন স্থান হতে ০১ কেজি ত্রাণও উদ্ধার হয়নি। বরং সরকারী বরাদ্ধ প্রাপ্ত ৫৪ (চুয়ান্ন) প্যাকেট ত্রান বিতরণের পরও আমার নিজস্ব অর্থায়নে ৪৯৫ জন অসহায় মানুষকে আমি ত্রাণ দিয়েছি। যার মূল্য ১ লক্ষ ৩৬ হাজার ২২৫ টাকা। এছাড়া গুজব ছড়ানোর মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগটিও সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও কল্পনাপ্রসূত।
তবে এ বিষয়ে সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলাম বলেন, গুটি কয়েক মানুষ আমাদের মত কর্মকতাদের অর্জন নষ্ট করছে। তবে তারা সংখ্যায় কম। যারা উনাদের মত অনৈতিক লক্ষ নিয়ে দেশ ও সমাজের ক্ষতি করছে। আমরা জনসাধারণের জন্য কাজ করছি। এটাই আমারর দায়িত্ব যা আমাকে করতে হবে। আর আমি শুধু আমার সেই দায়িত্বটাই পালন করছি।