নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় সেনাসদস্য পরিচয় দিয়ে প্রতারণার সময় হাতেনাতে আফজাল মিনহাজ সংগ্রাম (৪৮) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি আইডি কার্ড ও একটি লাঠি জব্দ করা হয়। রবিবার (২৮ জুন) সকালে ফতুল্লার পাগলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আফজাল মিনহাজ সংগ্রাম নাটোরের বড়াই গ্রাম থানার চন্দিপুর এলাকার এরশাদ আলীর ছেলে। সে গাজীপুর কাশিমপুরের লালদীঘি এলাকায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করে।
গোশত ব্যবসায়ী হারুন অর রশিদের অভিযোগ সূত্রে জানা যায়, আফজাল মিনহাজ সংগ্রাম পাগলা বাজারে এসে নিজেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে সামাজিক দুরত্ব মানা হচ্ছে না বলে লাঠি দিয়ে স্থানীয় লোকদের এলোপাথারী ভাবে মারপিট করে লীলাফুলা জখম করে। একপর্যায়ে বাজারের ভিতরে গিয়ে গরুর গোশত ব্যবসায়ী হারুন অর রশিদের দোকানে গিয়ে গোশতের দাম জিজ্ঞেস করে।
পরে গোশত ব্যবসায়ী ৫২০ টাকা দাম চাইলে ৬৫ কেজি ক্রয় করে। সে নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে বলে গোশতের দাম ৬৫০ কেজি দরে মেমো করে দিতে বলে। এতে গোশত ব্যবসায়ী আপত্তি জানায়। পরে সংগ্রাম গোশত সিএনজিতে তুলে দিতে বলে এবং ব্যাংকের বুথ থেকে টাকা তুলে দিবে বলে জানায়।
সংগ্রামের আচরনে সন্দেহ হলে হারুন বাজার সমিতিকে অবহিত করেন। পরে বাজার সমিতির লোকজন এসে সংগ্রামকে জিজ্ঞেস করলে ভূয়া সেনাসদস্য পরিচয়ের বিষয়টি প্রমানিত হয়। এসময় বাজার কমিটির লোকজন ফতুল্লা থানা পুলিশকে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভূয়া সেনাবাহিনীর সদস্য সংগ্রামকে আটক করে থানায় নিয়ে আসে।