নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নগরীতে হাজী আব্দুর রউফ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে করোনা প্রতিরোধে হোমিওপ্যাথিক ঔষধ আর্সেনিক এলবাম-৩০ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) চাষাড়া লুৎফা টাওয়ারের সামনে হাজী আব্দুর রউফ মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে ডাক্তার তাহেরা খানম শান্তি এই ঔষধ বিতরণ করেন। এ সময় প্রায় দুই হাজারের বেশি ঔষধ বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আমির হোসেন স্মিথ ও ফটো সাংবাদিক মনিরুল ইসলাম সবুজ প্রমুখ।