২৪ ঘন্টায় আরো একজনের মৃত্যু, ২১জন শনাক্ত

নারায়ণগঞ্জে বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টা হিসেবের রেকর্ডে একজনের মৃত্যু খবর পাওয়া গেছে। তার বয়স ৭৫ বছর, সে আড়াইহাজার সাতগাঁও এলাকার বসিন্দা। এসময়ে নতুন করে ২১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪৭৮৮ জন। তবে রেকর্ড অনুযায়ী সুস্থ হয়নি কেউ। তাই জেলায় মোট সুস্থতার সংখ্যা ২৪৭১ ই বিদ্যমান। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে  নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়,  গত ২৪ ঘন্টায় অর্খাৎ বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় নতুন করে নমুনা সংগ্রহ হয় ১১৯ জনের, এ পর্যন্ত মোট সংখ্যা ৬৮২৪ জন। সদর এলাকায় ৪৮জনের নমুনা সংগ্রহ হয়েছে, যার মোট সংখ্যা ৪৬৪৫ জন। এছাড়াও ঝুঁকিপূর্ণ রূপগঞ্জ উপজেলায় ১০৮জনের নমুনা সংগ্রহ হয়, আর মোট সংখ্যা ৬৮১৩ জন। তবে আড়াইহাজার উপজেলায় ২২জনের নমুনা সংগ্রহ হয়, মোট ২১৬০ জন, সোনারগাঁ ১৬জন, মোট ১৭৯১ ও বন্দরে ১৩ জন, মোট ১০১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ২৩২৪৮  জনের।

এদিকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের পিসিআর ল্যাবটিতে কিট আসায়  পুণরায় নমুনা পরীক্ষা শুরু করেছে কর্তৃপক্ষ।গত ২৪ ঘন্টা হিসেবে নমুনা সংগ্রহ হয়েছ ৮২ জনের। নমুনা পরীক্ষা হয়েছে ১৮৮ জনের, যাদের মধ্যে ২১ জনের করোনা শনাক্ত হয়। করোনা চিকিৎসা নিতে এ হাসপাতালটিতে নতুন করে দুইজন পুরুষ ও দুইজন নারী রোগী ভর্তি হয়েছে। ১১জন জরুরী সেবা নিয়েছে। মোট ভর্তি রয়েছে ৩৬ জন। যাদের ২৫জন পুরুষ ও ১১জন নারী।

add-content

আরও খবর

পঠিত