নারায়ণগঞ্জে বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টা হিসেবের রেকর্ডে একজন চিকিৎসকের মৃত্যু খবর পাওয়া গেছে। তার বয়স ৬৮ বছর, সে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এলাকার বসিন্দা। এসময়ে নতুন করে ৪১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪৭৬৭ জন। জেলায় মোট সুস্থতার সংখ্যা ২৪৭১ ই বিদ্যমান। এদিকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের পিসিআর ল্যাবটিতে কিট আসায় পুণরায় নমুনা পরীক্ষা শুরু করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৪ জুন) বিকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় অর্খাৎ মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় নতুন করে নমুনা সংগ্রহ হয় ১৩৪ জনের, এর মোট সংখ্যা ৬৭০৫ জন। সদর এলাকায় ৬৯জনের নমুনা সংগ্রহ হয়েছে, যার মোট সংখ্যা ৪৫৯৭ জন। এছাড়াও ঝুঁকিপূর্ণ রূপগঞ্জ উপজেলায় ১৮জনের নমুনা সংগ্রহ হয়,আর মোট সংখ্যা ৬৭০৫ জন। তবে আড়াইহাজার উপজেলায় ২৪জনের নমুনা সংগ্রহ হয়, মোট ২১৩৮ জন, সোনারগাঁ ৩১জন, মোট ১৭৭৫ ও বন্দরে ১৪ জন, মোট ১০০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ২২৯২২ জনের।
প্রসঙ্গত, করোনায় সম্মুখযোদ্ধা হিসেবে স্বাস্থখাতে নিরালশ পরিশ্রম করে যাচ্ছে চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নকর্মী সহ সংশ্লিষ্টরা। সাধারণ মানুষের সেবায় তারা নিবেদীত প্রাণ। তবে বিভিন্ন সময় পেশাগত দায়িত্ব পালনে সক্রিয় থেকে মৃত্যু ঝুঁকি নিয়ে কাজ করে অনেকেই হারিয়েছে তাদের প্রাণ।