সোনারগাঁয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদ দাতা ) : নানা কর্মসূচির মাধ্যমে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে (২৩ জুন) মঙ্গলবার বিকেলে বারদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বেঙ্গল সিমেন্ট ফ্যাক্টরী সংলগ্ন বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষরোপন করা হয়েছে, সোনারগাঁও উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং বাদ আসর উপজেলা প্রশাসন জামে মসজিদের সম্মুখে স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল তার বক্তব্যে বলেন, ‘আমাদের সকলের আশ্রয়স্থল হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ উপলক্ষ্যে গাছ লাগানোর জন্য নেত্রী নির্দেশনা দিয়েছেন। নেত্রী দিন রাত কাজ করে চলেছেন। সকল মানুষের খোঁজ খবর রাখছেন। এই দুর্যোগের সময়ও আওয়ামী লীগের সৈনিকেরা মৃত্যুকে আলিঙ্গন করে গণমানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। আসুন করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মহান আল্লাহর কাছে বেশী বেশী দোয়া চাই ও রহমত প্রত্যাশা করি’। উক্ত কর্মসূচিতে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব এডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু) ও বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম চেয়ারম্যান এবং সদস্য শামসুদ্দিন খাঁন আবু উপস্থিত ছিলেন।

তাছাড়া এসময় সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম, বারদী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ জহিরুল হক, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির ভূঁইয়া, বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক মোহাম্মদ হোসাইন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি রাশেদ আহম্মেদ মঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা মানিক, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মাহবুব আলম মিলন, সদস্য সচিব সৈয়দ শামীম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা উর্মি আক্তার, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান ও অর্থ বিষয়ক সম্পাদক অমর বিশ^াস, জামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দেওয়ান মোস্তাফিজুর রহমান ও বর্তমান সাধারণ সম্পাদক সামছুল আলম, বারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরীফ সরকার, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হানিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক ভূঁইয়া, বারদী ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহসিন মিয়া, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন জাকু, কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাসুম আহম্মেদ, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, যুগ্ম সম্পাদক জিয়া ও মোখলেছ, পিরোজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুস সাত্তার, বারদী ইউনিয়ন ছাত্রলীগ নেতা আল আমিন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত