নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টা হিসেবের রেকর্ডে কোন মৃত্যু কিংবা সুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি। এসময়ে নতুন করে শুধু ২৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪৭২৬ জন। জেলায় মোট সুস্থতার সংখ্যা ২৪৭১ ই বিদ্যমান। এদিকে আজ থেকে পুণরায় নমুনা পরীক্ষা শুরু করেছে ৩০০ শয্যা হাসপাতালের পিসিআর ল্যাবটিতে। মঙ্গলবার (২৩ জুন) বিকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
এরআগে কীট সংকটের কারনে জেলার খানপুর হাসপাতালে স্থাপিত সরকারী পিসিআর ল্যাবটিতে বন্ধ রয়েছিল করোনার নমুনা পরীক্ষা। গতকাল থেকে অনেককেই দেখা গেছে নমুনা পরীক্ষা করাতে এসেও বাড়ি ফিরে যেতে হয়েছে। এতে করে দূরদূরান্ত থেকে আগত করোনা সন্দিহান মানুষের পোহাতে হচ্ছে ভোগান্তি। নারায়ণগঞ্জের সংগৃহিত নমুনাগুলো ঢাকায় পাঠানো হচ্ছে বলে জানিয়েছে হাসপাতালটির কর্তৃপক্ষ। তবে ল্যাব থেকে করোনার ফলাফল আসলে তা জানিয়ে দেয়া হচ্ছে। এতে করে করেনা ফলাফল পেতে কিছুটা বিলম্ব ও জটিলতা সৃষ্টি হয়েছিল।
সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় অর্খাৎ সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় নতুন করে নমুনা সংগ্রহ হয় ৭১জনের, এর মোট সংখ্যা ৬৫৭১ জন। সদর এলাকায় ৫৯জনের নমুনা সংগ্রহ হয়েছে, যার মোট সংখ্যা ৪৫২৮ জন। এছাড়াও ঝুঁকিপূর্ণ রূপগঞ্জ উপজেলায় ১১২জনের সর্বোচ্চ নমুনা সংগ্রহ হয়,আর মোট সংখ্যা ৬৬৮৭ জন। তবে আড়াইহাজার উপজেলায় ১৫জনের নমুনা সংগ্রহ হয়, মোট ২১১৪ জন, সোনারগাঁ ১৮জন, মোট ১৭৪৪ ও বন্দরে ১১ জন, মোট ৯৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ২২৬৩২ জনের।