নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যায় ৩১১ জন সুস্থ হয়েছেন। এসময়ে ৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৪৭০০ জন।তবে এ হিসেবে রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত কোন মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। মোট মৃত্যুর সংখ্যা ১০৭ জনই বিদ্যমান। সোমবার (২২ জুন ) নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।
সূত্র জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (শহর, বন্দরের কদমরসুল ও সিদ্ধিরগঞ্জ থানা) এলাকায় (করোনা হাসপাতাল সহ) গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু ঘটেনি। সুস্থ হয়েছেন ৩৩ জন। এ নিয়ে মোট নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ৫০০ জনের যার মধ্যে ১৬০২ জনের করোনা পজেটিভ। ৫৮ জনের মৃত্যু ও সুস্থ হয়েছেন ৯৬৫ জন।
নারায়ণগঞ্জ সদর উপজেলায় (ফতুল্লা থানা, আলীরটেক ও গোগনগর ইউনিয়ন) গত ২৪ ঘণ্টায় ৮৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে কারো করোনা পজেটিভ রিপোর্ট আসেনি। গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু ঘটেনি। সুস্থ হয়েছেন ২৩৯ জন। এ নিয়ে মোট নমুনা সংগ্রহ করা হয় ৪৪৬৯ জনের যার মধ্যে ১১৩১ জনের করোনা পজেটিভ। ২২ জনের মৃত্যু ও সুস্থ হয়েছেন ৭৫৯ জন।
আড়াইহাজার উপজেলায় গত ২৪ ঘণ্টায় ১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে ৯ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয় ২০৯৯ জনের যার মধ্যে ৪৫০ জনের করোনা পজেটিভ। ৩ জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়েছেন ৩১৫ জন।
রূপগঞ্জ উপজেলায় গত ২৪ ঘণ্টায় ২২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে ২০ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয় ৬৫৭৫ জনের যার মধ্যে ৯৪৮ জনের করোনা পজেটিভ। করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের। সুস্থ হয়েছেন ১৯২ জন।
সোনারগাঁও উপজেলায় গত ২৪ ঘণ্টায় ৫৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে ১০ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। সুস্থ হয়েছেন ৩ জন। এ নিয়ে মোট নমুনা সংগ্রহ করা হয় ১৭২৬ জনের যার মধ্যে ৪০৯ জনের করোনা পজেটিভ। ১৩ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ১৭৪ জন।
বন্দর উপজেলায় গত ২৪ ঘণ্টায় ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে কারো করোনা পজেটিভ রিপোর্ট আসেনি। সুস্থ হয়েছেন ৩৬ জন। এ নিয়ে মোট নমুনা সংগ্রহ করা হয় ৯৭৭ জনের যার মধ্যে ১৫১ জনের করোনা পজেটিভ। ৩ জনের মৃত্যু এবং সুস্থ হয়েছেন ৬৬ জন।