নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। এতে মোট ১০০ জনেই বিদ্যমান রয়েছে মোট মৃত্যুর সংখ্যা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪৫৩০ জন। জেলায় মোট সুস্থতার সংখ্যা ১৯৮৬ জন। শনিবার (২০ জুন) দুপুরে এই তথ্য জানিয়েছে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়।
সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় নতুম করে কোন নমুনা সংগ্রহ হয়নি। মোট সংখ্যা ৬৪৩২ জন। সদর এলাকাও শূন্য, ফলে মোট বিদ্যমান ৪২৯৮ জন। রূপগঞ্জ উপজেলায় ১০৯, মোট ৬২২১ জন। আড়াইহাজার নেই, মোট ২০৮০জনই, সোনারগাঁ নেই, মোট ১৬৪৮ ও বন্দরে নেই, মোট ৯২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ২১৬০৭ জনের।