নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা উভয়ই ৬০ বছর বৃদ্ধ ছিলেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪২৯০ জন। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৯৯ জন। জেলায় মোট সুস্থতার সংখ্যা ১৮৬৮ জন। বুধবার (১৭ জুন) দুপুরে এই তথ্য জানিয়েছে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়।
সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় নমুনা সংগ্রহের সংখ্যা ১৮০, মোট ৬২৩১ জন। সদর এলাকায় ৯৮ জন, মোট ৪১৮৮ জন। রূপগঞ্জ উপজেলায় ১৯৭, মোট ৫৭৬১ জন। আড়াইহাজার ৪৫ জন, মোট ১৯৮৭জন, সোনারগাঁ ৬৪ জন, মোট ১৫৯৩ ও বন্দরে ২৪জন, মোট ৮৯৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ২০৬৫৪ জনের।