নারায়ণগঞ্জে আরও ৫৯ জনের দেহে করোনা শনাক্ত, একজনের মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ে একজন ৪৫ বয়সী পুরুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি সোনারগাঁ উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪১৮৬ জন। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৯৭ জন। জেলায় মোট সুস্থতার সংখ্যা ১৭৯৭ জন। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে এই তথ্য জানিয়েছে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়।

সূত্র জানায়,  গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় নমুনা সংগ্রহের সংখ্যা ২১২, মোট ৬০৫১ জন। সদর এলাকায় ১০০ জন, মোট ৪০৯০ জন। রূপগঞ্জ উপজেলায় ২৩৪, মোট ৫৫৬৪ জন। আড়াইহাজার ৫১ জন, মোট ১৯৪২জন, সোনারগাঁ ৪৬ জন, মোট ১৫২৯ ও বন্দরে ১৪জন, মোট ৮৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ২০০৪৬  জনের।

 

add-content

আরও খবর

পঠিত