সরকারি খাদ্য গুদামের ভিতরে কাউন্সিলর দুলালের অবৈধ ড্রেজার পাইপ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা কেন্দ্রীয় খাদ্য গুদাম (সিএসডি)র দেয়াল ভেঙ্গে ভিতর দিয়ে অবৈধ ড্রেজার পাইপ বসানোর অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্র্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধানের বিরুদ্ধে। সরকারি খাদ্য গুদামের ভিতরে ড্রেজার পাইপ থাকায় তা মেরামত করার জন্য বহিরাগতদের ভিতরে প্রবেশ করতে হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্তৃপক্ষ। এছাড়াও বার বার ড্রেজার পাইপ সরানোর জন্য বলেও কোন ফল পাচ্ছেনা তারা।

গত সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা কেন্দ্রীয় খাদ্য গুদাম (সিএসডি) সরজমিনে গিয়ে দেখা যায়, সিএসডির পশ্চিম পাশের দেয়াল ভেঙ্গে লোহার মোটা পাইপ ঢুকিয়ে সিএসডির মাছখান দিয়ে বসিয়ে রেখেছে। ড্রেজার পাইপ লিক আছে কিনা তা চেক করার জন্য সিএসডির বিতরে ঢুকতে হচ্ছে ড্রেজার শ্রমিকদের এবং শর্টকাট রাস্তা পার হওয়ার জন্য বেছে নিয়েছে সিএসডির প্রধান সরকটি।

এব্যাপারে নারায়ণগঞ্জ জেলা কেন্দ্রীয় খাদ্য গুদাম (সিএসডি)র কর্মকর্তাদের সাথে আলাপ কালে বলেন, নারায়ণগঞ্জ জেলা কেন্দ্রীয় খাদ্য গুদাম (সিএসডি) একটি সরকারি প্রতিষ্ঠান এর ভিতর দিয়ে অবৈধ ভাবে ড্রেজার পাইপ টানা বেআইনি। সিএসডির ভিতর দিয়ে ড্রেজারের পাইপ থাকায় বহিরাগতদের ভিতরে আসতে হয় যা আমাদের কাছে নিরাপত্তাহীনতা মনে হয়। স্থানীয় কাউন্সিলর দুলাল প্রধান আমাদের আগের ম্যানেজার স্যারের সাথে কি বলে এ ড্রেজার পাইপ বসিয়েছে বলতে পারি না কিন্তু অফিসিয়াল কোন লিখিত অনুমতি নেওয়া হয়নি। আমাদের বর্তমান ম্যানেজার স্যার  আশার পর থেকেই এই ড্রেজার পাইপ খোলার জন্য অনেক বার বলেছে কিন্তু কোন লাভ হয়নি।

এব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধানের মুঠোফোনে ব্যবহৃত ০১৯৩০. . . . ০২ ও ০১৫১১. . . . ৫১ দুইটি নাম্বারে একাধিকবার কল দিলেও সংযোগ স্থাপন না হওয়ায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

add-content

আরও খবর

পঠিত