নারায়ণগঞ্জে আরও দুইজনের মৃত্যু, ৭০ জন শনাক্ত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা সিটি করপোরেশনের আওতাধীণ শহরের জামতলা ও সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বাসিন্দা ছিলেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪০৭৪ জন। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৯৬ জন। জেলায় মোট সুস্থতার সংখ্যা ১৫৩৮ জন। রবিবার (১৪ জুন) দুপুরে এই তথ্য জানিয়েছে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়।

সূত্র জানায়,  গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় নমুনা সংগ্রহের সংখ্যা ১০১, মোট ৫৬৬১ জন। সদর এলাকায় ১৬ জন, মোট ৩৮৮০ জন। রূপগঞ্জ উপজেলায় ১১৫, মোট ৫১১৭ জন। আড়াইহাজার ৫৪ জন, মোট ১৮৪০জন, সোনারগাঁ ১৭ জন, মোট ১৪১ ও বন্দরে ১জন, মোট ৮৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৮৭৫৩  জনের।

add-content

আরও খবর

পঠিত