নারায়ণগঞ্জে বিনামূল্যে টেলি মেডিসিন সেবা দিচ্ছে খেলাফত মজলিস

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনা ভাইরাস মোকাবিলায় সাধারণ মানুষকে বিনামূল্যে টেলি মেডিসিন সেবা প্রদান করছে খেলাফত মজলিস। নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি ডাক্তার শামীম ভূঁইয়া টেলিফোনযোগে এই চিকিৎসা সেবা প্রদান করছেন। এ পর্যন্ত নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে ৫০ দিনে ৩ হাজার মানুষকে বিনামূল্যে টেলি মেডিসিন সেবা প্রদান করা হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জবাসীর জন্য এই উদ্যোগ নেয়া হলেও সারাদেশ থেকেই নিয়মিত বিভিন্ন রোগীরা এই চিকিৎসা সেবাটি গ্রহণ করেছেন। অসংখ্য মানুষ এই চিকিৎসা সেবা গ্রহণ করে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করছেন। এই টেলি মেডিসিন সেবার সমন্বয়কারী হিসেবে ছিলেন মুহাম্মাদ জাহিদ হাসান।

তাছাড়া এ করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ মজলিস নারায়ণগঞ্জ শাখা। যেকোনো প্রয়োজনে উল্লেখিত সময়ে ফোন করলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা যাবে। শনিবার (৬ জুন) এ তথ্যটি নিশ্চিত করেছেন সমন্বয়কারী মুহাম্মাদ জাহিদ হাসান।

add-content

আরও খবর

পঠিত