নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে আরও ১৩৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় জেলায় কোনো মৃত্যু নেই। এ নিয়ে জেলাজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৩২৯১ জন। মোট মৃতের সংখ্যা ৮৫। জেলায় করোনা জয় করে সুস্থ হয়েছেন ২৯ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা ৮৪২ জন। আইসোলেশনে রয়েছেন ৯২৯জন। বৃহৎস্পতিবার (৪ জুন) সকালে এই তথ্য জানায় নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়।
সূত্র জানায়, জেলায় সর্বোচ্চ সংখ্যক মোট আক্রান্তের ১২৫৬ জন হচ্ছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার। দ্বিতীয় স্থানে রয়েছে সদর উপজেলায়, এখানে আক্রান্ত ৯৫৯ জন । এছাড়া রূপগঞ্জ ৪৩৪, সোনারগাঁ উপজেলায় ২৮৩ জন , আড়াইহাজার ২৬০, বন্দর ৯৯ জন আক্রান্ত রেকর্ড করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জ জেলা থেকে গত ২৪ ঘণ্টায় ৭১৭ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা সংগ্রহের মোট সংখ্যা ১৪ হাজার ৮০৬ টি।