নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ৫টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে ফতুল্লা মডেল প্রেস ক্লাব নেতৃবৃন্দ। বুধবার বিকেলে ফতুল্লার পঞ্চবটি বাসস্ট্যান্ড সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অনতি বিলম্বে বন্ধ করে দেয়া ৫টি অনলাইন খুলে দেয়ার জন্য জোর দাবী জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক ও সংবাদ মাধ্যমের কন্ঠরোধ করা কোন রাষ্ট্রের জন্য সুখকর নয়। বিভিন্ন সময় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয়েছে। পত্রিকার বিরুদ্ধে মামলা দিয়ে সাংবাদিকদের থামিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। যা দুঃখ জনক। এবার নারায়ণগঞ্জের ৫টি অনলাইন পোর্টাল ব্লক করে দেয়া হয়েছে। কি কারণে ৫টি নিউজ পোর্টাল বন্ধ করা হলো তার কোন কারণ কোন দফতর সংশ্লিষ্ট সম্পাদকদের জানাননি।
সংগঠনের সভাপতি আনিছুজ্জামান অনুর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মোখলেসুর রহমান তোতা এর সঞ্চালনায় মানববন্ধনে ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ বাধন, সহ সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহিদ,সাংগঠনিক সম্পাদক ও সময় নারায়ণগঞ্জের সম্পাদক মাহবুবুর রহমান খোকা,কার্যকরী সদস্য ও নারায়ণগঞ্জ টপ নিউজের সম্পাদক মহসিন আলম,সদস্য তুষার আহম্মেদ,সদস্য নাজমুল হোসেন আশিক,আব্দুল কাইয়ুম খান,দৈনিক শীতলক্ষ্যা পত্রিকার সাংবাদিক কামাল আহম্মেদ,সাংবাদিক রাসেল আহম্মেদ,নারায়ণগঞ্জ টুডে এর স্টাফ রিপোর্টার লিজা আক্তার, সোনালী আক্তার,প্রেস নারায়ণগঞ্জের চিফ রিপোর্টার সৌরভ হোসেন সিয়াম,আজকের নারায়ণগঞ্জের সাব্বির হোসেন,ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সদস্য রাকিব চৌধুরী শিশির প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা আরো বলেন, নারায়ণগঞ্জের সাংবাদিকদের উপর বিভিন্ন সময় স্টিম রোলার চালানো হয়েছে। অদৃশ্য হাতের ইশারায় বারবার জেলার সংবাদ মাধ্যমের টুঁটি চেপে ধরেছে অশুভ শক্তি। যদি অনতি বিলম্বে বন্ধ করে দেয়া ৫টি অনলাইন নিউজ পোর্টাল খুলে দেয়া না যায় তাহলে নারায়ণগঞ্জের সাংবাদিকরা রাজপথে নামতে বাধ্য হবে।
উল্লেখ্য, গত ১৪ মে থেকে নারায়ণগঞ্জে পাঠক প্রিয় অন লাইন নিউজ পোর্টাল যুগের চিন্তা, নিউজ নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ টুডে, প্রেস নারায়ণগঞ্জ ও সময় নারায়ণগঞ্জের নিউজ পোর্টাল ব্লক হয়ে যায়। অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকদের কোন রকম কারণ দর্শানো ছাড়াই পোর্টালগুলো বন্ধ করে দেয়া হয়। এর প্রতিবাদে বুধবার বিকেলে ফতুল্লার পঞ্চবটিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মানববন্ধনের আহ্বান করেন ফতুল্লা মডেল প্রেস ক্লাব।
এছাড়াও অনলাইন নিউজ পোর্টালের পাঠকদের মধ্যে উপস্থিত ছিলেন, মির্জা রনি,রাকিব,নবী হোসেন,আক্তার হোসেন,অর্জুন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।