প্রতিদিনই শতক ছাড়ছে নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার) : শিথিল লকডাউনের পর থেকে হটস্পট নারায়ণগঞ্জে ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এরআগে প্রতিদিনের ২৪ ঘন্টা হিসেবে এ সংখ্যা অর্ধশতের মধ্যে থাকলেও এখন তা আটকে গেছে শতকের ঘরে। বেশকিছুদিন ধরেই প্রতিদিনিই প্রাণঘাতি করেনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা শতকের উপরে শনাক্ত হচ্ছে। পাশাপাশি রয়েছে মৃত্যুও। এ নিয়ে কিছু নাগরিক সচেতনতা বাড়ালেও, অধিকাংশই এখনো রয়েছে অচেতন।

জানা গেছে, নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ১৩৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় জেলায় কোনো মৃত্যু নেই। এ নিয়ে জেলাজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৩২৯১ জন। মোট মৃতের সংখ্যা ৮৫। জেলায় করোনা জয় করে সুস্থ হয়েছেন ২৯ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা ৮৪২ জন। আইসোলেশনে রয়েছেন ৯২৯জন। বৃহৎস্পতিবার (৪ জুন) সকালে এই তথ্য জানায় নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়।

সূত্র জানায়, জেলায় সর্বোচ্চ সংখ্যক মোট আক্রান্তের ১২৫৬ জন হচ্ছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার। দ্বিতীয় স্থানে রয়েছে সদর উপজেলায়, এখানে আক্রান্ত ৯৫৯ জন । এছাড়া রূপগঞ্জ ৪৩৪, সোনারগাঁ উপজেলায় ২৮৩ জন , আড়াইহাজার ২৬০, বন্দর ৯৯ জন আক্রান্ত রেকর্ড করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জ জেলা থেকে গত ২৪ ঘণ্টায় ৭১৭ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা সংগ্রহের মোট সংখ্যা ১৪ হাজার ৮০৬ টি।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে (বুধবার ৩ জুন) গত ২৪ ঘণ্টায় আরো ১০৬ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। মঙ্গলবার (২রা জুন )২ ৪ ঘন্টায় আরো ১২৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছিল। মারা গেছেন তিন জন। এরআগেরদিন করোনা ভাইরাসে আরও ১০৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছিল। শনিবারও (৩০ মে )  সর্বোচ্চ ১৫২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত রের্কড হয়েছিল।

add-content

আরও খবর

পঠিত