নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় (২৬ মে সকাল ৮টা থেকে ২৭ মে সকাল ৮টা পর্যন্ত) আরো ৫৫ জন শনাক্ত হয়েছে। এছাড়াও চিকিৎসক সহ তিনজন মারা গেছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ২৪২৫ জন। মৃতের সংখ্যা ৭৫। বুধবার (২৭ মে) সকালের দিকে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, এরমধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ১০৩৮ জন । সদর উপজেলায় ৭৮২ জন। রূপগঞ্জ উপজেলায় ২৩৯, সোনারগাঁ উপজেলায় ১৭৯ জন, আড়াইহাজার ১১৯, বন্দর ৬৮ জন আক্রান্ত রেকর্ড করা হয়েছে।