নারায়ণগঞ্জে কাউন্সিলর বাবুর ঈদ উপহার পেল ১২ হাজার দু:স্থ পরিবার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনা ভাইরাস সংকট প্রতিরোধে হাজারো অসহায় পরিবারের পাশে দাড়িয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু। অব্যাহত কার্যক্রমে চলছে দফায় দফায় বিতরণ। সামাজিক দুরত্বের বিষয়টি বিবেচনা করে এরআগে ৫ম ধাপে ১৪ হাজার এবারের ষষ্ঠ ধাপে ১২ হাজার মিলিয়ে প্রতিটি পরিবারের ঘরে ঘরে পৌছে দেয়া হয়েছে ২৬হাজার খাদ্য উপহার।

শনিবার (২৩ মে) সকালে ষষ্ঠ ধাপে একক এই বিতরণ কর্মসূচীতে ১২টি স্পট থেকে ঈদে উপহার হিসেবে ১২ হাজার দুস্থ পরিবারের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন কাউন্সিলর বাবু। শুধু নিজ ওয়ার্ডবাসীকে অন্তর্ভুক্ত করে থেমে যান নি, মানুষের সহায়তা্য় ক্ষুধা মিটাতে ছুটে গিয়েছিলেন পার্শ্ববর্তী ওয়ার্ডেও। এতে স্থানীয়দের কাছে মানবিক কাউন্সিলর হিসেবে ব্যপকভাবে পরিচিতি লাভ করেছেন তিনি। আর এসব সামগ্রী বিতরণের সার্বিক কার্যক্রম পরিচালনায় নিরালশ পরিশ্রম করছেন তাঁরই পুত্র এবং এসবি স্যাটেলাইট ক্যাবলস এর ব্যবস্থাপনা পরিচালক তরুন সমাজ সেবক এমআরকে রিয়েন।

এসময় স্থানীয় এই জনপ্রতিনিধি বাবু বলেন,  এই করোনা সংকটে পুরো রমজান মাস আল্লাহর বন্দেগী করে রোজা রাখার পরে ঈদের দিন কেউ যেন না খেয়ে থাকতে হয় সেজন্যে আমার এবারের উদ্যোগ।এরআগেও দিয়েছি তবে এবার পরিমান ও পরিসংখ্যান বাড়িয়ে দিয়েছি যাতে করে অসহায় পরিবারগুলো বঞ্চিত না হয়। তাছাড়া দান করলে সম্পত্তি ফুরিয়ে যায় না। আমাদের দেশে বিত্তবান অনেক মানুষ রয়েছেন। দেশের এই দুর্যোগকালে তাদের প্রতি আমার আহ্বান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একার পক্ষে সব সম্ভব নয়। তাই অসহায় মানুষগুলর পাশে দাড়িয়ে আমাদেরও উদ্যোগ নিতে হবে। পাশাপাশি নারায়ণগঞ্জে যারা শিল্পপতি, অর্থশালী ব্যবসায়ী রয়েছেন আসুন জননেতা শামীম ওসমান ও সেলিম ওসমান এমপি মহোদয়ের সহযোগীতার হাতকে আমরাও এগিয়ে এসে শক্তিশালী করি।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বাবু চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহাসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিরা।

প্রসঙ্গত, লকডাউন চলাকালে ১৭নং ওয়ার্ড ছাড়াও ১৫, ১৬, ও ১৮নং ওয়ার্ডের খাদ্য সামগ্রী বিতরণ করেন কাউন্সিলর বাবু। পাশাপাশি মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে ১৭ নং ওয়ার্ডে সাধারণ মানুষকে সচেতন করতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, জীবাণুনাশক স্প্রে এবং এলাকায় সচেতনতামূলক লিফলেট ও মাইকিংসহ জীবনের ঝুঁকি নিয়ে ১৭নং ওয়ার্ডবাসীর কল্যানে কাজ করেছেন কাউন্সিলর আব্দুল করিম বাবু।

add-content

আরও খবর

পঠিত