নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে করোনা সংকট প্রতিরোধে নিরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তোলারাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আবু হাসনাত মো. শহীদ বাদল। প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে জেলার প্রতিটি উপজেলায়ও ছুটে যাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় শহরের দুইনং রেলগেট দলীয় কার্যলয়ে হাত ধোঁয়ার বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। রবিবার (১৭ মে ) বিকালে ব্যস্ত দিন শেষে হাত ধোঁয়া কর্মসূচীর শুভ সূচনা করে ক্লান্তি সুরে নিজের অভিমত ব্যক্তয় করেন পরিশ্রমি এই নেতা।
এসময় এড. আবু হাসনাত মো.শহীদ বাদল জানান, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এ দেশের দরিদ্রদের ক্ষুধা মিটাতে জীবন দিয়ে সংগ্রাম করে গেছেন।তাঁর সংগ্রামের ফসল আজ এই স্বাধীন রাষ্ট্রভৌমে আমাদের বসবাস। তারঁই আদর্শ বুকে ধারণ করে আমাদের জননেত্রী মানবতার মা আখ্যায়িত শেখ হাসিনা, দিনরাত কষ্ট করে যাচ্ছেন।তিনি তৃণমূল থেকে খোঁজ খবর রাখছেন এ দেশের প্রতিটি সাধারণ মানুষের। দলীয় কর্মী থেকে শুরু করে, খেটে খাওয়া মানুষ, কৃষকদের জন্য রাখছেন অপরিসীম ভূমিকা।
তিনি আরো বলেন, বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলায় আমাদের জননেত্রীর বলিষ্ঠ কর্মকান্ডে বাংলার মানুষ আজও চীন, ইটালী, ফ্রান্স, আমেরিকাকে পিছিয়ে ফেলেছে। এজন্য সাধারণ মানুষের কাছে তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। এ দেশের জনগন নেত্রীকে প্রাণ দিয়ে ভালবাসে এটাই তার প্রমান। আাপামর জনতা ও দলীয় প্রতিটি কর্মী তার নির্দেশকে পুঙ্খানোভাবে মেনে চলছে। আমরা তারই নেতৃত্বে সুন্দর সোনারবাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ণে পিছ পা হই নি। ইনশাল্লাহ আগামীতেও হবোনা। আজ নেত্রীর সঠিক পরিচালনার কারণে ক্ষুধার্থ মানুষ খাদ্য সহায়তা পাচ্ছেন। বাদ যায়নি মধ্যবিত্ত থেকে শুরু করে মসজিদ মাদ্রাসায় নিয়োজিত আলেম, ওলামা মাশায়েকগণ। তাই আমরা কে কোন দল করে, কোন ধর্মের তা দেখছিনা, নিরবে মানুষের পাশে থেকে শুধু কাজ করে যাচ্ছি।
এদিকে দলীয় সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে ভিপি বাদল খোঁজ নিচ্ছেন সাধারণ মানুষ ও তৃণমূল কর্মীদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যার নিয়ম মেনে দিয়েছেন অসহায়দের খাদ্য সহায়তা। তাছাড়া এ কার্যক্রমকে অব্যাহত রাখতে বিভিন্ন উপজেলায় নেতাকর্মীদের সাথে কাধেঁ কাধঁ মিলিয়ে ঘরে ঘরে পৌছে দিচ্ছেন ত্রাণ। ঐক্যবদ্ধ নেতৃত্ব সৃষ্টিতে দিনরাত ঘাম ঝড়িয়ে এদিক সেদিক ঘুরে পৌছে দিচ্ছেন সভানেত্রীর নিরলশ পরিশ্রমের বানী। তাছাড়া বিগতদিনের ১৯৮৭, ১৯৮৮, ১৯৯৮ সালে বন্যাকবলিত মানুষের মাঝে পানি মাড়িয়ে দিয়েছেন ত্রাণ। ১৯৯৫, ২০০১ সনের পরে বিএনপি জামাতের ক্ষমতাকালীন সময় নিপিড়ণ শিকার হয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় এখনও হাল ছাড়েননি তিনি কাজ করে যাচ্ছেন নিরালশ।