নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা সহকারী পরিচালক সেলিমুজ্জামান।
জানা গেছে, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিক মূল্য নেওয়া, মসলা জাতীয় পণ্যের অতিরিক্ত মূল্য এবং মোড়কজাত পণ্যে মূল্য তালিকা না থাকায় এসময় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।এদের মধ্যে হাজী আহসানুল্লাহ সুপার মার্কেট অবস্থিত শিমরাইল স্টোরকে ৫ হাজার টাকা এবং তানহা মসলা বিতানকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, খাদ্য পণ্যে ভেজাল করা হলে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। আমরা বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।সকলে ভোক্তা অধিকার রক্ষায় তথ্য দিয়ে সহযোগীতা করুন।
অভিযানে জেলা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে। এরআগে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলায় এ অভিযান হয়েছে। ফলে বিভিন্ন বাজার ও দোকানগুলিতে পণ্যের সঠিক মূল্য র্নিধারণ করে বেঁচাকেনা করছে মালিকরা।এতে করে সাধারণ মানুষের মাঝে ফিরেছে স্বস্তি।