মাসদাইর মানব কল্যান সংসদ কমিটির কার্যক্রম স্থগিতের দাবী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মাসদাইর মানব কল্যান সংসদ কমিটির কার্যক্রম স্থগিত দাবী করেছে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা। ইতমধ্যে সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি, সহ সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, কোষাধ্যক্ষ সহ ১৭জন কর্মকর্তা তাদের দায়িত্ব থকে পদত্যাগ চেয়ে আবেদন পত্রও জমা দিয়েছেন। মঙ্গলবার (১২ মে) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির কয়েকজন কর্মকর্তা। তারা জানিয়েছেন, এ সংগঠন থেকে কোন প্রকার অর্থ চাওয়া হইলে, নিজ দায়িত্বে বহন করতে হবে। এজন্য সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ দায়িভার নিবেন না।

এ বিষয়ে মুঠোফোনে কথা হলে পদত্যাগপত্র জমা দেয়া ভুক্তভোগী সহ সভাপতি মনির প্রধান অভিযোগ করে  বলেন, এ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নিজ ইচ্ছায় সব করছে। তাই আমি এ কমিটিতে থাকতে চাই না। কমিটি বিলুপ্ত করে সকল কার্যক্রম স্থগিত করা হোক এটাই আমার দাবী। কমিটির সদস্যদের অনেক অভিযোগ রয়েছে। আমরা ১৭ জন কর্মকর্তা পদত্যাগপত্র জমা দিয়েছি। তারা এখনো কোন সিদ্ধান্ত দেয়নি। সর্বশেষ ঈদের পরে সিদ্ধান্ত নিবে শুনেছি। এসব বিষয়ে কমিটির উপদেষ্টা মতিউর রহমান প্রধান ভালো বলতে পারবে।

পদত্যাগ পত্র জমাদানকারীরা হলো, সিনিয়র সহ সভাপতি নিজাম প্রধান, সহ সভাপতি মো. মনির হোসেন প্রধান, সহ সাধারণ সম্পাদ রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক শেখ মো. রফিকুল, দপ্তর সম্পাদক মো. মুরাদ আলী,  সহ সাংগঠনিক ফারুক, কোষাধ্যক্ষ বজলুর রহমান, প্রচার সম্পাদক আ: রশিদ ঝিকু প্রধান, আইনবিষয়ক সম্পাদক মো. আরিফুল হক কামাল, র্ধম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, সহ র্ধম বিষয়ক সম্পাদক আরমান হোসেন অপু, ক্রিড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ ডালিম, সহ আপ্যায়ন মাহাবুব প্রধান, শ্রম বিষয়ক সম্পাদক হাবিব প্রধান।

এ বিষয়ে মাসদাইর মানব কল্যান সংসদ, নারায়ণগঞ্জ এর সভাপতি আশরাফ আহমেদ মুঠোফোনে মন্তব্য করে জানায়, করোনা পরিস্থিতি ও রমজান মাসের কারণে পদত্যাগ এর বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত গ্রহন করা হয়নি। আমাদের সংগঠনের উপদেষ্টা মতিউর রহমান প্রধান সহ অন্যান্যদের সাথে পরার্মশ করেছি। হয়তো আগামী সপ্তাহে অথবা ঈদের পরে একটি সিদ্ধান্ত উপনিত হবে। এছাড়া তারা ত্রাণের বিষয় বা কমিটিতে পদ দেয়ায় স্বেচ্ছাচারিতা সহ অনান্য যেসব অভিযোগ করছে তা সত্যি নয়।

add-content

আরও খবর

পঠিত