বন্দরে ত্রান কমিটিতে অর্থ আদায়ের ঘটনায় আওয়ামীলীগের দুই নেতাকে শোকজ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ত্রান কমিটি গঠনের নামে মদনপুর ইউনিয়নের আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মহিদ ভূইয়া ও সাধারন সম্পাদক নাজিম উদ্দিন কর্তৃক অর্থ আদায়ের ঘটনায় শোকজ করা হয়েছে। রবিবার (১১মে) নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. আবু হাসনাত মো. শহিদ বাদলের সাক্ষরিত এ কারন দর্শানোর নোটিশ প্রধান করা হয়।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করেন মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দীয় কমিটির সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে কোভিড-১৯ মোকাবেলায় প্রতিরোধ ও ত্রান সহায়তা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হইয়াছে। উক্ত মর্মে আপনারা বাংলাদেশ আওয়ামীলীগ নারায়ণগঞ্জ জেলাস্থ বন্দর উপজেলার অন্তর্র্গত মদনপুর ইউনিয়নের (৯)টি ওয়ার্ড ত্রান সহায়তা কমিটি গঠনের ক্ষেত্রে প্রতিটি ওয়ার্ড এর জন্য খরচ বাবদ এক হাজার টাকা করিয়া গ্রহন করিয়াছেন এই মর্মে ১টি অভিযোগ পত্র জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের নিকট প্রেরিত হইয়াছে।

যাহা সম্পূর্ন বেআইনি, অবৈধ এবং গঠনতন্ত্রের ৪৭(ঙ) ধারা বিরোধী ও বটে। আপনারা অত্র নোটিশ প্রাপকদ্বয় কেন বর্নীত আইন শৃক্ষলা ও গঠনতন্ত্র বিরোধী কর্মের সহিত জড়িত তাহা (৭) দিনের মধ্যে লিখিত ভাবে নি¤œ সাক্ষরকারী বরাবর লিখিত ভাবে জমাদান করিবেন। অন্যথায় আপনাদের বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক বর্নীত অপকর্মের দরুন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করিতে বাধ্য থাকিব, সেক্ষেত্রে সকল দায় দায়িত্ব আপনাদের উপর বর্তাইবে বটে।

add-content

আরও খবর

পঠিত