নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দরের ২৩ নং ওয়ার্ডে দ্রুত করানোর টেস্ট এর জন্য একটি বুথ স্থাপন করা হয়েছে। শনিবার (৯ এপ্রিল) ব্রাকের সহায়তায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বন্দর আঞ্চলিক অফিসে এ বুথ স্থাপন করা হয়। এটির উদ্বোধন করেন কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল। প্রতি শনি, সোম ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এখানে নমুনা সংগ্রহ করা হবে। এখানে এসময় ১৫ টি নমুনা সংগ্রহ করা হবে।
নমুনা প্রদানের জন্য যোগাযোগের অনুরোধ করা হয়েছে ডা. মশিউর রহমান অপুর ০১৮১৯৪৯৫৪২২, ডা. সাইফুল ইসলাম শাকিলের ০১৮১৪৪৭৭২৮২ ও ডা. ফারুক আহমেদের ০১৭১৭২৯৯৮৯৩ নাম্বারে ।এ টেস্ট সংখ্যা অপ্রতুল জানিয়ে স্থানীয় কাউন্সিলর দুলাল প্রধান জানান, নমুনা সংগ্রহের বুথ হওয়াতে আমরা মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানাই। এখানে টেস্ট করা হবে প্রতিদিন ১৫ থেকে ২০টি। এ সংখ্যাটা আরো বেশি হলে অবশ্যই ভালো হতো, আমি মেয়রকে বলেছি যেন এটি বৃদ্ধি করা হয়। আশা করছি তা বাড়বে।
এসময় নাসিকের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডা. মোস্তফা জানান, প্রতিদিন দুপুর ৩ টার আগে আমাদেরকে নমুনাগুলো নিয়ে ল্যাবে পাঠাতে হয়। তাই ১৫টি নমুনা আপাতত আমরা সংগ্রহ করছি। পরে এটা বৃদ্ধি করা হবে। আমরা এখানে স্বাস্থ্যসেবাও দিবো আবার টেস্টও করাবো।
এসময় আরো উপস্থিত ছিলেন নাসিকের আরবান প্রজেক্টের স্বাস্থ্য কর্মকর্তা ডা. নেসার হাসান তমাল, শিশু কনসাল্টেন্ট ডা. মশিউর রহমান অপু, নাসিকের অনলাইন টেলি মেডিসিন সেবার ডা. ফারুক, সাকিব, রাশেদ খান হাবিব প্রমুখ।