নারায়ণগঞ্জ বার্তা ২৪( বন্দর প্রতিনিধি ) : করোনা ভাইরাস প্রতিরোধে সমগ্র নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করায় খেটে খাওয়া ও মধ্যবিত্ত পরিবারের মানুষরা খাদ্য সংকটে পড়েছে বিধায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়ার উদ্যোগে মদনপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে ২০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ৯ মে শনিবার দুপুরে বন্দর উপজেলাধীন মদনপুরে অবস্থিত আরজু হাউস থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় যেখানে খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে চাল, ডাল, আলু, লবন ও সয়াবিন তেল ছিলো বলে জানা গেছে।
এসময় বন্দর থানা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হাবিবুর রহমান মিয়া, বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস আই জুয়েল, বন্দর থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক হাজী আবুল কাশেম, মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সহ-সভাপতি আলী আকবর মাস্টার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুরুজ মিয়া, সাংস্কৃতিক সম্পাদক আলী ভান্ডারী, সদস্য জলিল মিয়া ও পিয়ার আলী, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য এড. আল মামুন ভূঁইয়া, সাবেক সদস্য ইকবাল হোসেন ভূঁইয়া, শিক্ষানুরাগী রিদোয়ান ভূঁইয়া,
ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেন, আউয়াল ভূঁইয়া ও জাকির হোসেন, ৮নং ওয়ার্ড মেম্বার ইমন শাফি, মদনপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুসলিম প্রধান, ২নং ওয়ার্ড এর সভাপতি মনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক শাহ জালাল, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আসাদুতজ্জামান বিপ্লব, ৪নং ওয়ার্ড সভাপতি ফারুক আহম্মেদ, সাধারণ সম্পাদক শাহ আলম, ৫নং ওয়ার্ড সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরমান ভূঁইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক রনি হোসেন, ৯নং ওয়ার্ড সভাপতি ইদ্রিছ আলী দেওয়ান গহন, সাধারণ সম্পাদক জহিরুল হক মোল্লা, সদস্য শরাফত আলী ও মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।