নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সোনারগাঁ প্রতিনিধি) : গরিবের বন্ধু খ্যাত সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার উদ্যোগে ৩টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে সোনারগাঁয়ের কৃষকদের ক্ষেতের পাকা ধান কাটা শুরু হয়েছে। ৭ মে বৃহস্পতিবার দুপুরে এমপি খোকার পক্ষে জনপ্রতিনিধি ঐক্য ফোরাম, জাতীয় পার্টি ও আওয়ামীলীগের নেতাকর্মীরা উপজেলার নোয়াগাঁও, জামপুর ও সনমান্দী ইউনিয়নের কৃষকদের কয়েক বিঘা জমির পাকা ধান কেটে দেন। ধারাবাহিকভাবে উপজেলার সকল কৃষকের ধান এই মেশিনের সাহায্যে কেটে দেয়া হবে। ফলে ধান কাটা নিয়ে কৃষকের চিন্তা দূর হওয়ায় এখন তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
বৃহস্পতিবার দুপুরে ধান কাটার সময় উপস্থিত ছিলেন- নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক হাজী জাবেদ রায়হান, সদস্য আনিসুর রহমান রানা, সোনারগাঁ উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি ফজলুল হক মাস্টার সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার এবং উপজেলা জাতীয় পার্টি ও আওয়ামীলীগের নেতাকর্মীরা।
উল্লেখ্য, চলতি মৌসুমে সোনারগাঁয়ে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু ধান কাটার এই মৌসুমে করোনার প্রভাবে শ্রমিক সংকটের কারণে কৃষকেরা তাদের কষ্টার্জিত সোনালী ফসল ঘরে তুলতে চিন্তিত হয়ে পড়েছিলো। শ্রমিকের অভাবে অনেক কৃষকই ঘরে ধান তুলতে পারছিলো না।
এদিকে মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধান কেটে কৃষকদের সহযোগিতা করার নামে ফটোসেশনে লিপ্ত থাকায় উল্টো কৃষকদেরই ক্ষতি হচ্ছে, এমন অভিযোগ পেয়ে এমপি খোকা নিজস্ব অর্থায়নে উপজেলার সকল কৃষকের ধান কেটে দেওয়ার জন্য তিনটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের ব্যবস্থা করেন। এই মেশিনে একই সঙ্গে ধান কাটা, মাড়াই, ঝাড়া ও বস্তাজাত করা যায়। এছাড়া প্রতি ঘন্টায় কাটা যাবে এক একর জমির ধান।
অপরদিকে সোনারগাঁয়ে করোনার কারনে আয় বঞ্চিত ধান কাটার শ্রমিক, প্রান্তিক চাষী ও কৃষকদের প্রয়োজনীয় খাদ্য ও মানবিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন গরীবের বন্ধু লিয়াকত হোসেন খোকা এমপি।