ব্যবসায়ী মাহাবুবুর রশিদ জুয়েল এর উদ্যোগে ৫০০ পরিবার পেল খাদ্য উপহার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  মরনঘাতি করোনাভাইরাস এর কারণে ঘরবিন্দ সাধারণ মানুষ। বন্ধ রয়েছে অনেকেরই কর্মস্থল।এমতাবস্থায় অনেকেরই ঘরে নেই দুই বেলা রান্না করার জন্যও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এমন পরিস্তিতিতে এসব অসহায় পরিবারগুলোর পাশে দাড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী জুল‌ফিকার স্টীল রি রো‌লিং মিলস লি. এর চেয়ারম্যান মো. মাহাবুবুর র‌শিদ জু‌য়েল ও তার প‌রিবার।

শনিবার (২রা মে) নিজ এলাকার অসহায় ৫০০ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার  দিয়ে তিনি এ বিতরণ কর্মসূচী শুরু করেছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত প‌শ্চিম দেও‌ভোগ মাদ্রাসার শেষ মাথায় গাঙ্গু‌লি বা‌ড়ি এলাকায় তিনি প্রতিটি প্যাকেটে চাল, ডাল, লবন, আলু, পিয়াজ,  তেল অসহায়দের মাঝে প্রদান করেন। এদিন, গাঙ্গু‌লি বা‌ড়ি খেলার মা‌ঠে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী উপহার বিতর‌ণ কার্যক্রমে তার প‌রিবা‌রের সদস্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, জুল‌ফিকার স্টীল রি রো‌লিং মিলস লি. এর ম্যানে‌জিং ডাই‌রেক্টর মো. মাসুদ আহ‌মেদ রতন, ডাই‌রেক্টর মঈন আহ‌মেদ মঈন, আক্তার হো‌সেন অ‌নিক ও সা‌কিব ওসমান।

এ বিষয়ে মো. মাহাবুবুর র‌শিদ জু‌য়েল জানান, একটানা লকডাউনের কারণে শুধু দিনমজুর বা হতো দরিদ্ররাই নন, মধ্যবিত্ত পরিবারগুলোও খাদ্য সংকটে ভুগছে। তারা না পারছেন কাউকে বলতে, না পারছেন চাইতে। দেশের চলমান এই সংকট নিরসনে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহন করলেও সবকিছু সরকারের একার পক্ষে করা সম্ভব নয়। সমাজের মানুষ হিসেবে আপনারও কিছু দ্বায়বদ্ধতা আছে, ধর্মীয়ভাবেও দ্বায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধাতা থেকেই  আমা‌দের প‌রিবার সাধ্যমতো চেষ্টা করেছে নিজ এলাকার মানুষের পাশে দাড়াতে। শুধু পাশে থেকে এলাকার মানুষের মুখে কিছুটা হাসি ফোটানো আর আল্লাহকে খুশি করার প্রয়াস এটি মাত্র।

তিনি আরো বলেন, সংকটে পতিত এসব মানুষের সাহায্য করে আপনি তাদের সাহায্য করছেন না, বরং নিজেকেই সাহায্য করছেন। কারণ, এই মানুষগু‌লো যখন আপনার উপহার পেয়ে তৃপ্তির হাসি হাসবেন আর মন থেকে খুশি হবেন, তখন সেটাই হবে আপনার জন্য বড় দোয়া। বড় পাওয়া। তাই সকল বিত্তশালীদের কাছে আহ্বান থাকবে তারাও যেন এসব অসহায়দের জন্য সাহায্যের হাত বাড়ায়। পাশাপাশি যারা বলতে পারছেনা সেসব মানুষের খোঁজ নিয়ে তাদেরকেও সহযোগীতা করেন।

এছাড়াও বিতরণকালে তাদেরকে সা‌র্বিকভাবে সহ‌যোগীতা ক‌রেছেন মো. আলমগীর হো‌সেন, আশিক মাহমুদ সুমন, মো.আবদুল আউয়াল, জাহা‌ঙ্গির, আবু কালাম সহ স্থানীয়রা।

add-content

আরও খবর

পঠিত