নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১লা মে ) বিকালে জাতীয় নীট ডাইং র্গামেন্ট শ্রমিক কর্মচারী ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে এ আয়োজন করা হয়। ফতুল্লা বিসিক শিল্পনগরী শাসনগাঁ ভাঙ্গা ক্লাব নামক সংগঠনটির জেলা র্কাযালয়ে প্রয়াত ওই নেতার রুহের মাগফিরাত সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে নেতৃবন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো. লিয়াকত হোসেন বেপারী, জেলা কমিটির সাধারণ সম্পাদক নবী হোসেন নবীন, যুগ্ন সম্পাদক মো. খায়রুল ইসলাম, সহ- যুগ্ম সম্পাদক মো. হেমায়েত গাজী, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম মুন্না, মো.সজীব, দপ্তর সম্পাদক মো. জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক মো. হাসান আলী, জমির উদ্দিন বাবু, মো. রবি হোসেন, মেহেবুব সহ অন্যান্যরা।