নারায়ণগঞ্জে ভোক্তা অধিকার রক্ষায় পাশে আছি, তথ্য দিন, ব্যবস্থা নিব : সেলিমুজ্জামান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেছেন, নারায়ণগঞ্জ জেলায় সাধারণ মানুষের ভোক্তা অধিকার রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। এজন্য যে কারো সাথে কোন মুনাফালোভী ব্যবসায়ী যদি অধিকমূল্যে পণ্যবিক্রির মাধ্যমে প্রতারণা করে, আমার ডিপার্টমেন্ট পাশে আছে। আপনারা শুধু তথ্য ও উপযুক্ত প্রমান দিন। আমি  অভিযান পরিচালনার মাধ্যমে উপস্থিত হয়ে ব্যবস্থা নিবো। নারায়ণগঞ্জের বাজার, প্রতিষ্ঠান ও দোকানীদের নৈরাজ্য রোধে, সাধারণ মানুষকে প্রতারণা থেকে রক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণের কার্যক্রম ও জেলায় অভিযান পরিচালনা নিয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল)  বিকালে গণমাধ্যমকর্মীদের দেয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

জানা গেছে, সাধারণ মানুষের কাছে অধিক মূল্যে পণ্য বিক্রি ও তালিকা প্রদর্শন করতে না পারায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ইতমধ্যেই জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এর নেতৃত্বে জেলার বিভিন্ন বাজার ও পণ্যজাত প্রতিষ্ঠানগুলোতে এ অভিযান পরচিালনা অব্যাহত রয়েছে।

এরআগে রবিবার (২৬ এপ্রিল) নারায়ণগঞ্জ চিটাগাং রোড আহসানউল্লাহ মার্কেট, ভূইঘড় বাজার, জালকুড়ি বাজার সহ অন্যান্য স্খানে অভিযান চালিয়ে ৬ টি প্রতিষ্ঠানকে  ৫৬ হাজার টাকা জরিমানা করেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক জালকুড়ি বাজারে মল্লিক এন্টার প্রাইজ কে, ১ হাজারটাকা, মহিউদ্দিন স্টোর কে,৫ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করাতে জরিমানা করা হয়েছে। এছাড়াও ভূইঘড় বাজারে একই কারণে নুরজাহান স্টোর, কে ৫ হাজার টাকা ও নাসিবাহ স্টোর , কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে, চিটাগাং রোড আহসানুল্লাহ মার্কেট এ মিতু রাইস এজেন্সি কে, ২০ হাজার টাকা ও মেসাস বিল্লাল ট্রেডার্স কে, ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সেমিমুজ্জামান আরো বলেছেন, আমি এই জেলার মানুষকে সেবা দিতে মাসখানেক হবে নিযুক্ত হয়েছি। তাই সকলের সহযোগীতা কামনা করছি। এই রমজান মাসে জেলায় অভিযান চালানো হচ্ছে, কারণ এখন সচেতন করা না হলে সামনে সাধারণ মানষেকে আরে ভোগান্তি পোহাতে হতে পারে। তাই আমরা জনগণকে সচেতন করতে চাই। আপনাদের আশেপাশে যারাই পণ্যের দাম বেশী রাখবে প্রমাণ সহ অভিযোগ করেন, আমরা আপনাদের পাশে আছি। তাছাড়া প্রমান সহ অভিযোগ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা সহ জরিমানার ২৫% দেয়া হবে ভুক্তভোগী অভিযোগকারীকে।

add-content

আরও খবর

পঠিত