নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে ভাতিজাকে শাসন করতে বাধা দেয়ার জের ধরে বড় ভাইয়ের দায়ের কোপে নিহত হয়েছে আমজাদ হোসেন (৩২) নামে তারই এক ছোট ভাই। ২৬ এপ্রিল রবিবার দুপুরে বন্দর উপজেলার মিনারবাড়ি এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী ঘাতক বড় ভাই ইব্রাহিম(৪২)কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত আমজাদ হোসেন ওই এলাকার মৃত নুরউদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, সম্প্রতি সময়ে পাশ্ববর্তী এক বাড়িতে আম চুরি করে মিনার বাড়ি এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে মনছুর (১৪) সহ তার বন্ধুরা। আম চুরির ঘটনায় গাছের মালিক ইব্রাহিমের নিকট তার ছেলে মনছুরে বিরুদ্ধে বিচারের দাবি জানায়। এ ঘটনায় ইব্রাহিম মিয়া ক্ষিপ্ত হয়ে রবিবার দুপুরে ছেলে মুনছুরকে বেদম মারধর করে।
মারধরের চিৎকারের শব্দ শুনে ওই সময় ছোট ভাই আমজাদ হোসেন বড় ভাই ইব্রাহিমকে বাঁধা প্রদান করে। এবং বড় ভাইকে গালামন্দ করে ভাতিজাকে নিয়ে যায়। এতে তারই ব্ড় ভাই ইব্রাহিম আরো ক্ষিপ্ত হয়ে উঠে। পরে ঘর থেকে দা এনে ছোট ভাই আমজাদকে এলাপাথারী ভাবে কোপালে ঘটনাস্থলেই আমজাদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে এলাকাবাসী হত্যাকারী ঘাতক বড় ভাই ইব্রাহিমকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মো. রফিকুল ইসলাম জানান, আমরা লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করেছি। হত্যাকান্ডের ঘটনায় ঘাতক বড় ভাইকে এলাকাবাসীর সহযোগিতায় আটক করতে সক্ষম হয়েছি। এ ব্যাপারে বন্দর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।