নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইমাম-খতিব সহ মসজিদে ১২ জনের জামাত করে তারাবী নামাজ আদায় করতে পারবে। দেশের আলেম–ওলামাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ জানিয়েছেন।
তিনি বৃহস্পতিবার (২৩ এপ্রিল)সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মসজিদে তারাবির নামাজ চালু থাকবে। তবে বাইরে থেকে কেউ অংশগ্রহণ করতে পারবেন না। কারণ এমনিতেই একটি মসজিদে ১২ জনের বেশি লোক থাকেন।
যেসব মসজিদে ইমাম, হাফেজ, খতিব ও খাদেম মিলিয়ে ১২ জন হবে না, সেসব মসজিদে বাইরে থেকে কে কে নামাজ পড়বে তা মসজিদ কমিটি নির্ধারণ করবে।