ফতুল্লায় দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত রাজিবের মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিনিধি) : ফতুল্লায় দুইপক্ষের সংঘর্ষের ঘটনায়  আহত রাজিব ওরফে ভিপি রাজিব চিকিৎসাধীনবস্থায় মারা গেছেন। সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে১০ টায় ভিপি রাজীব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করেন। নিহত রাজিব পাগলা বৌ বজার এলাকার আসু তালুকদারের পুত্র।

এর আগে সোমবার দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে পাগলা দেলপাড়ার প্রতিপক্ষ সন্ত্রাসীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। ওইসময় প্রতিপক্ষরা রাজিবকে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্নক জখম করে।পরে তাকে উদ্বার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানেই চিকিৎসারতবস্থায় রাত সাড়ে দশটার দিকে রাজিব মৃত্যুবরণ করে বলে সূত্রে জানা যায়।

রাজিবের মৃত্যুর বিষয়টির সতত্যা নিশ্চত করে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় ভিপি রাজিবের মৃত্যু হয়েছে।

জানা গেছে, ফতুল্লার কুতুবপুরের মীর হোসেন মীরু বাহিনীর সমর্থক ছিল রাজিব।পাগলা দেলপাড়া এলাকার মাদক ব্যবসায়ী মিঠুন গ্রুপের সঙ্গে মীর হোসেন মীরু গ্রুপের দ্বন্দ্ব চলছিল বহু আগের থেকে। সেই দ্বন্দ্বের জের ধরে ২০১৬ সালে মিঠু গ্রুপের উপর হামলা চালায় মীরু বাহিনী। ওই সময় মিঠুন বাহিনীর পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় মীরু বাহিনীর বিরুদ্ধে একটি মারামারির মামলা দায়ের করা হয়। বর্তমান এটি চলমান।

সোমবার দুপুরে এটি নিয়ে মিরু বাহিনী দেলপাড়ায় প্রবেশ করলে পুরো এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। শুরু হয় উভয় গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর। এমন পরিস্থিতিতে এলাকাবাসীও বিক্ষুব্ধ হয়ে উঠে মীরু বাহিনীর উপর। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী একত্রিত হয়ে মীরু বাহিনীকে ধাওয়া দিলে তারা দৌঁড়ে পালিয়ে গেলেও ধরা পড়ে রাজিব। পরে এলাকাবাসী ও মিঠুন বাহিনীর লোকজন রাজিবকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত করে।

এ বিষয়ে কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরু গণমাধ্যমকে বলেছিলেন, রাজিব দুপুরের দিকে ঘরে ভাত খাচ্ছিল। এসময় জেলে পাড়ার মাদক ব্যবসায়ী মিঠুনদের লোকজন তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। পড়ে এলাপাতাড়ি কুপিয়েছে। বর্তমানে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, ২০১৬ সালে ক্রিকেট খেলা নিয়ে দেলপাড়ার মিঠুনদের সাথে ঝগড়া হয়েছিল। সেই জের ধরেই তাকে ডেকে নিয়ে মারা হয়। তার শরীরে পাঁচ ছয়টি কোপ পড়েছে। এর একটি ফুঁসফুঁসের কাছাকাছি। রাজিব কবি নজরুলের ছাত্র।

এদিকে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশিষ কুমার দাস দুই গ্রুপের মারামারির ঘটনা স্বীকার করলেও তিনি এর বেশি কিছু জানাতে পারেননি। কাউকে হাসপাতালে নেয়া হয়েছে কিনা সেটিও তিনি নিশ্চিত নন বলে জানান।

add-content

আরও খবর

পঠিত