নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : করোনা পরিস্থিতিতে সরকারের সাধারণ ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজিএমইএ এবং বিকেএমইএ-র গার্মেন্টস আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
শুক্রবার বিকেলে বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক ও বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।
তারা বলেন, এই বন্ধের সময়ের মধ্যে বেতন দেওয়ার জন্য কোন প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার প্রয়োজন হলে সেক্ষেত্রে স্ব স্ব অ্যাসোসিয়েশন (বিজিএমইএ বা বিকেএমইএ) এবং শিল্প পুলিশকে জানাতে হবে।