আজমেরী ওসমানের নির্দেশে অসহায়দের বাড়িতে পৌছে দেয়া হচ্ছে খাদ্যসামগ্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : করোনা ঝুঁকিতে রেড জোন হিসেবে  চিহ্নিত করা হয়েছে নারায়ণগঞ্জ। তাই এর প্রতিরোধে পুরো জেলাকে লকডাউন ঘোষনা করেছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর। এমন পরিস্থিতিতে কর্মহীণ হয়ে পড়েছে সকল মানুষ। গৃহবন্ধী এসব অসহায় মানুষদের এখন বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন প্রয়াত সাংসদ নাসিম ওসমান তনয় আজমেরী ওসমান সর্মথকরা।

জানা গেছে, নাসিম ওসমান স্মৃতি দু:স্থ্য ও জণকল্যাণ ফাউন্ডেশন এর ব্যানারে প্রধান উপদেষ্টা আজমেরী ওসমানের নির্দেশে এ কর্মসূচী অব্যাহত রয়েছে। প্রতিটি প্যাকেটে অসহায়দের জন্য রয়েছে চাল, ডাল, তৈল, আলু,পিয়াজ, লবন সহ সুরক্ষা সামগ্রী। ইতমধ্যে নারায়ণগঞ্জের খানপুর, বরফ কল, আইইটি স্কুল,  ইসদাইর, গাবতলী, বাস টার্মিনাল, বিসিক শিল্পনগরী শাসনগাঁওয়ে এ বিতরণ কর্মসূচী চলছে।

এ প্রসঙ্গে নাসিম ওসমান স্মৃতি দু:স্থ্য ও জণকল্যান ফাউন্ডেশন এর সভাপতি তরিকুল ইসলাম লিমন বলেন, আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা আজমেরী ওসমানের নির্দেশে বিভিন্নস্থানে খাদ্যসমাগ্রী বিতরণ করছি। এ পর্যন্ত কতগুলি প্যাকেট দেয়া হয়েছে তা বলা নিষেধ রয়েছে। আজমেরী ভাই ও উনার মা পারভীন ওসমান আমাদের আরো নির্দেশ দিয়েছেন পরিসংখ্যান নয় যতটুকু সম্ভব হয় যেন অসহায় মানুষগুলোর পাশে দাড়াই। তাই প্যাকেট গণণা করা হচ্ছে না। নিত্য প্রয়োজনীয় সামগ্রী আনা হচ্ছে প্রতিদিনই আমরা দিনরাত পরিশ্রম করে বিতরণ করে যাচ্ছি।

প্রসঙ্গত, এরআগে মধ্যরাতে আজমেরী ওসমান নগরীতে হেটে নিজেই হতদরিদ্র, দিনমজুর ও রিকশা চালকদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এছাড়াও করোনা সংত্রমন রোধে সাধারণ মানুষের জন্য বিভিন্নস্থানে ১২শত লিটারের পানির ট্যাংক স্থাপন করে হাত ধোয়ার বিশেষ ব্যবস্থা করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন তিনি।

add-content

আরও খবর

পঠিত