নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় তেলবাহী ট্রাক উল্টে অজ্ঞাতপরিচয় (৪৫) এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমির হোসেন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, রোববার দেড়টার দিকে নরসিংদীগামী দ্রুতগতি সম্পন্ন একটি তেলবাহী ট্রাক পাঁচরুখী এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। উল্টে যাওয়া ট্রাকের নিচে চাপা পড়েন অজ্ঞাত এক রিকশাচালক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। উল্টে যাওয়া ট্রাকটি ঘটনাস্থলেই রয়েছে। রাস্তায় ট্রাকটি উল্টে থাকার কারণে অন্যান্য পণ্যবাহী গাড়ির চলাচল ব্যাহত হচ্ছে।