জনসমাগম রোধে নারায়ণগঞ্জে টহল দিচ্ছে সেনাবাহিনী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ, সামাজিক দূরত্ব ও সতর্কতা নিশ্চিত এবং জনসমাগম রোধে প্রশাসনকে সহায়তা করতে নারায়ণগঞ্জে টহল দিচ্ছে  সেনাবাহিনী। এছাড়া জেলার পাঁচটি উপজেলার সড়ক-মহাসড়কগুলোতেও টহল দেয়া শুরু করেছে সেনাবাহিনীর সদস্যরা।

২৪ মার্চ মঙ্গলবার  দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো.জসিম উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ, নাসিক সিও আবুল আমিনসহ জেলার উচ্চ পদস্ত কর্মকর্তাদের সাথে সেনাবাহিনীর সদস্যদের সাথে বৈঠক শেষে এ টহল শুরু করে সেনাবাহিনী।

জেলা প্রশাসকের কার্যালয়ের বৈঠক শেষে এসময় সেনাবাহিনীরা জেলা প্রশাসকের কার্যালয়ে থেকে বেরিয়ে শহরের চাঁনমারী, রাইফেল ক্লাব, শহরের চাষাঢ়া গোল চত্বর, গ্রিণ্ডলেজ ব্যাংক মোড় সড়ক, বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ সহ নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বর পয়েন্টে তারা টহল দেয়।

নারায়ণগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট  ও জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন জানান, জেলার ৫টি উপজেলায় সেনাবাহিনীর একটি করে টিম মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জ শহরে সদর উপজেলায় মোতায়েন করা সেনাবাহিনীর টিম কাজ করবে। এছাড়া অসাধু ব্যবসায়ীরা যদি দ্রব্যমুল্যের দাম বাড়িয়ে জনদুভোর্গ সৃষ্টি করতে না পারে সে বিষয়ে তদারকি করবে সেনাবাহিনীর সদস্যরা। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে তারা। তবে কত প্লাটুন সেনা মোতায়েন করা হয়েছে তা জানা যায়নি।

add-content

আরও খবর

পঠিত