নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শেরপুর থেকে শেখ ফয়জুর রহমান ) : শেরপুরে একঝাঁক তরুন গণমাধ্যম কর্মীদের নিয়ে ইয়ং রিপোর্টার্স ইউনিটি নামে নূতন একটি সংগঠনের যাত্রা শুরু করেছে। গত ১৮ মার্চ বুধবার সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনটির অভিষেক হয় ।
এ সময় উপস্থিত সকল গনমাধ্যম কর্মীদের সমর্থনে শেরপুর প্রেসক্লাব সদস্য ও দৈনিক খবরপত্রের শেরপুর প্রতিনিধি জাহিদুল খান সৌরভকে সভাপতি ও প্রেসক্লাব সদস্য দৈনিক জনবাণী পত্রিকার শেরপুর প্রতিনিধি বুলবুল আহম্মেদকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট একটি কার্য নির্বাহী কমিটি ও সাধারন সদস্য পদে ৪ জনকে মনোনীত করে সর্বমোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নব-গঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন , যুগ্ন সাধারন সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, সহ- সাংগঠনিক সম্পাদক মো. শ্যামল হোসাইন, দপ্তর সম্পাদক মো. হামিদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. এনামুল হক, সাংস্কৃতিক সম্পাদক মো. রাজন মিয়া, অর্থ সম্পাদক মো. সজিব হাসান, মানবাধিকার সম্পাদক এম এইচ রিদয়, ধর্ম সম্পাদক শেখ ফয়জুর রহমান, ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, কার্যকরী সদস্য আব্দুল করিম, আজমল হোসেন, মো. জাকির হোসেন, সাধারন সদস্য পদে মো. জুয়েল উদ্দিন, মো. নাহিদ হাসান, নজরুল ইসলাম, মো. ওয়াহিদুল খান প্রমুখ।
পরে নব- গঠিত কমিটির সভাপতি জাহিদুল খান সৌরভের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান। সংগঠনটির সাধারন সম্পাদক বুলবুল আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক ও সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সহ- সভাপতি এস এম শহিদুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক জি এইচ হান্নান, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মোরাদ প্রমুখ। এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আলোচনা সভা শেষে অতিথিদের রজনীগন্ধা ফুলের স্টীক দিয়ে শুভেচ্ছা জানান।
নব-নির্বাচিত সভাপতি সাংবাদিক জাহিদুল খান সৌরভ বলেন, প্রেস ক্লাব আমাদের মাদার বা মূল সংগঠন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের প্রত্যেয়ে সাহসী আমরা এই স্লোগানে আমরা এক ঝাঁক তরুন সাংবাদিক নিয়ে এই কমিটি গঠিত হয়েছে। আমরা কারও বা অন্য কোন কমিটির সাথে সাংঘর্ষিক নই। আমাদের এই তরুন সাংবাদিকের প্ল্যাটফর্ম ইয়ং রিপোর্টার্স ইউনিটিতে সবাই উচ্চ শিক্ষিত। তারা কেউ এল এল বি, মাষ্টার্স বা বি.এ অধ্যয়নরত । তাই এই কমিটিতে হলুদ সাংবাদিকতার কোন সুযোগ নেই।